Wellcome to National Portal
Main Comtent Skiped

১। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় আগামী ২২ মে, ২০২৫ তারিখ হতে ০৭ দিনব্যাপী এফএসটিআই, রাজশাহীতে বন প্রহরীদের জন্য অনুষ্ঠিতব্য ’বেসিক ফরেস্ট্রি কোর্স’ এর ৮ম ব্যাচের প্রশিক্ষণে অংশগ্রহণের নিমিত্ত প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রসঙ্গে। 521_compressed.pdf ২। বন অধিদপ্তরে মাঠ পর্যায়ে নিয়োজিত ৮০ জন ফরেস্টারদের ২১ দিনব্যাপী আর্মস প্রশিক্ষণ প্রদান। 255.pdf


mission

ভিশন

আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে বন বিভাগে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মরত ফরেস্টার, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউটস্, ফরেস্ট গার্ড, বাগান মালী, ওয়াচার, নার্সারী কর্মী এবং অফিস সহকারী প্রভৃতি শ্রেণির যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান।

মিশন

প্রশিক্ষিত জনবলের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বন সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ , ফরেস্ট রেস্টোরশন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা, পরিবেশ ও সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, অর্থাৎ বেসিক ফরেস্ট্রি বিষয়ে ধারণাপত্র তৈরি ও গবেষণা কাজে উৎসাহিত করা এবং সমগ্র দেশকে শতকরা ২৫% ভূমি বনায়নের আওতায় আনার জন্য সরকারি ও বেসরকারি উদ্যেক্তাদের চারা তৈরি, নার্সারী উন্নয়ন, রোপণ, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, রোগ দমন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান।