একাডেমি ও প্রশাসনিক ভবন
অত্র প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক ভবনটি ৬৫৮২ বর্গফুট আয়তন বিশিষ্ট একটি দোতলা ভবন। ভবনটি দ্বিতীয় তলা পর্যন্ত নির্মিত হয়েছে এবং এর দ্বিতীয় তলায় প্রশিক্ষণ শ্রেণি কক্ষ, মিলনায়তন, কর্মকর্তাদের বসার কক্ষ, বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী ও অন্যান্য কাজে ব্যবহৃত স্টোর রুম, টিস্যু কালচার ল্যাব প্রভৃতি রয়েছে। নিচতলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে প্রতিষ্ঠান প্রধানের বসার কক্ষ সহ অন্যান্য কর্মকর্তার কক্ষ। এ ছাড়া রয়েছে হিসাব রক্ষকের কক্ষ, উচ্চমান সহকারী ও অফিস সহকারীদের কক্ষ, প্রার্থনা কক্ষ, কম্পিউটার শ্রেণি কক্ষ, গ্রন্থাগার কক্ষ, অপরিত্যক্ত মালামালের জন্য স্টোর রুম ও ফরেস্ট রেঞ্জারের কক্ষ। দ্বিতীয় তলায় মিলনায়তনটি প্রশিক্ষণ কক্ষ হিসাবে ব্যবহৃত হয়। ভবনটিতে উপরে ৮ টি এবং নিচে ১০ টি সহ মোট ১৮ টি কক্ষ রয়েছে। ২০১৮ সালে বন বিভাগের সকল প্রশিক্ষণ ইন্সটিটিউট সমূহের সুবিধাদি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন ঊর্ধ্বমূখি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও গণপূর্ত অধিদপ্তরের অসম্মতির কারণে তা সম্ভব হয়নি।
ডরমিটরি
ইন্সটিটিউট ডরমিটরিতে প্রশিক্ষণার্থীদের জন্য ৪৮ জনের বসবাসের উপযোগী একটি তিন তলা আবাসিক ভবন রয়েছে। ২০১৮ সালে বন বিভাগের সকল প্রশিক্ষণ ইন্সটিটিউট সমূহের সুবিধাদির উন্নয়ন প্রকল্পের আওতায় ঊর্ধ্বমূখি সম্প্রসারণের উদ্যোগ নিলেও গণপূর্ত অধিদপ্তরের অসম্মতির কারণে সম্ভব হয়নি। বিল্ডিংটি ৫ তলা ফাউন্ডেশন রয়েছে। ফরেস্টার, ফরেস্ট গার্ড, বাগান মালী, ওয়াচার ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউটস প্রভৃতি বিভিন্ন শ্রেণির সরকারি কর্মচারীরা সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণার্থী হিসেবে এখানে অবস্থান করে।
খেলার মাঠ
প্রশাসনিক ভবনের পূর্ব পার্শ্বে এ ইন্সটিটিউট প্রাঙ্গণে সুদৃশ্য ও সুপরিসর একটি খেলার মাঠ রয়েছে। যেখানে প্রশিক্ষণ নিতে আসা সরকারি কর্মচারীরা নিয়মিত ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাটমিন্টন ও ইনডোর গেম হিসেবে টেবিল টেনিস খেলে থাকে। এছাড়া প্রশিক্ষণার্থীদের নিয়মিত শরীর চর্চার আয়োজন থাকে এই খেলার মাঠ ও এর আশে-পাশে।
আবাসিক ভবন সমূহ
প্রশাসনিক ভবনের পশ্চিমে অফিস স্টাফ ও কর্মচারীদের জন্য পৃথক তিনটি আবাসিক ভবন রয়েছে। ২০১৮ সালে বন বিভাগের সকল প্রশিক্ষণ ইন্সটিটিউট সমূহের সুবিধাদির উন্নয়ন প্রকল্পের আওতায় ডরমিটরির উত্তর দিকে অফিস স্টাফদের জন্য নিচতলায় দুটি ফ্লাটের নতুন একটি আবাসিক ভবন নির্মিত হয়েছে।
অন্যান্য ভবন
অত্র ইন্সটিটিউটে সামাজিক বন বিভাগ, রাজশাহীর নিয়ন্ত্রণে একটি দ্বিতল পরিদর্শন বন বিশ্রামাগার রয়েছে এবং এর পশ্চিম দিকে এই অফিসের গাড়ি রাখার জন্য একটি স্থায়ী গ্যারেজ রয়েছে। এছাড়া প্রশাসনিক ভবনের দক্ষিণ দিকে অফিসগামীদের সুবিধার্থে একটি অস্থায়ী গ্যারেজ রয়েছে।
টিস্যু কালচার ল্যাবরেটরি
১৯৯৫ সালে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ক্লাসরুমের উত্তর দিকে একটি টিস্যু কালচার ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়। উদ্দেশ্য ছিল দেশের উত্তরাঞ্চলের বিলুপ্ত ও বিপন্ন প্রজাতির উদ্ভিদের চারা উৎপাদন ও বিভিন্ন নার্সারীতে সরবরাহ। কিন্তু পর্যাপ্ত উপযুক্ত জনবল, অর্থের সংস্থানের অভাবে ল্যাবরেটরি চালু করা সম্ভব হয়নি।
কম্পিউটার ল্যাব
এই ইন্সটিটিউটে একটি কম্পিউটার ল্যাব রয়েছে। ল্যাবে ইন্টারনেট LAN ও WiFi সংযোগ সহ ১৭ টি কম্পিউটার রয়েছে। প্রশিক্ষণার্থীদের সুবিধার জন্য এই সংযোগ দেওয়া রয়েছে।
লাইব্রেরী
এই ইন্সটিটিউটে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের সুবিধার জন্য একটি লাইব্রেরী রয়েছে। লাইব্রেরীতে বেসিক ফরেস্ট্রি বিষয় সহ বিচিত্র বিষয়ের বইয়ের সমৃদ্ধ।
মিশ্র প্রজাতির প্রদর্শনী বাগান
প্রশাসনিক ভবনের দক্ষিণ দিকে একটি ছোট মিশ্র প্রজাতির প্রদর্শনী বনায়ন প্লট রয়েছে। প্লটটি ১৯৮৭ সালের আগস্ট মাসে উত্তোলন করা হয়। এখানে মেহগনি, শিশু, গর্জন, ঢাকিজাম, তেলসুর, চম্পাফুল, শাল, অর্জুন, লোহা কাঠ ইত্যাদি চারা রোপিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS