বাংলাদেশের বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বন বিভাগের মধ্য ও নিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে ১৯৮৫ সালের অক্টোবর মাসে বন অধিদপ্তরের একটি প্রশিক্ষণ ইন্সটিটিউট হিসাবে সামাজিক বন বিদ্যালয়, রাজশাহী এর কার্যক্রম শুরু হয়। প্রথমে রাজশাহী শহরের লক্ষীপুর ঝাউতলা মোড়ে একটি ভাড়া বাড়িতে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে পবা থানা বর্তমান শাহ মখদুম থানার সন্নিকটে সপুরায় ৩.৫৩২৫ একর জমির উপর অফিসের বিভিন্ন নির্মাণ কাজ শুরু করা হয় এবং ১৯৮৭ সালের জুলাই মাসে অত্র ইন্সটিটিউটের কার্যক্রম নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়।
১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বন সম্প্রসারণ বিভাগ, রাজশাহীর মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হতো। ডিসেম্বর ১৯৯০ সাল থেকে অত্র প্রতিষ্ঠানের নিজস্ব আয়ন-ব্যয়ন কর্মকর্তা নিযুক্ত হয়।
২০০৯ সালে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই ইন্সটিটিউটের নাম পরিবর্তন করা হয়েছে। আগে ছিল সামাজিক বন বিদ্যালয়, রাজশাহী। এখন হয়েছে ফরেস্ট্রি সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট, রাজশাহী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস