Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় আগামী ২২ মে, ২০২৫ তারিখ হতে ০৭ দিনব্যাপী এফএসটিআই, রাজশাহীতে বন প্রহরীদের জন্য অনুষ্ঠিতব্য ’বেসিক ফরেস্ট্রি কোর্স’ এর ৮ম ব্যাচের প্রশিক্ষণে অংশগ্রহণের নিমিত্ত প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রসঙ্গে। 521_compressed.pdf ২। বন অধিদপ্তরে মাঠ পর্যায়ে নিয়োজিত ৮০ জন ফরেস্টারদের ২১ দিনব্যাপী আর্মস প্রশিক্ষণ প্রদান। 255.pdf


লক্ষ্য ও উদ্দেশ্য
  • বন কর্মীদের পেশাগত এবং টেকসহ ব্যবস্থাপনাগত উপর্যুক্ততা ও উন্নয়ন সাধন করা।


  • মাঠ পর্যায়ে বন বিষয়ক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা।


  • দুই বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি (ইন-সার্ভিস) কোর্সের মাধ্যমে বন অধিদপ্তরের ফরেস্টারদের বনজ সম্পদ উন্নয়ন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।


  • সকল ফরেস্ট গার্ডদের বেসিক ফরেস্ট্রি বিষয়ে প্রশিক্ষণ প্রদান।


  • উন্নত চারা উৎপাদনের লক্ষ্যে স্থানীয় জনসাধারণ ও বিশেষ সম্প্রদায়কে গবেষনামূলক কর্মকান্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে সম্পৃক্ত করা।


  • সামাজিক বনায়ন, বন সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রতিবেশ উন্নয়ন প্রভৃতি বিষয়ে সরকারি কর্মী ও বিভিন্ন এনজিও কর্মীকে স্বল্প মেয়াদি প্রশিক্ষণে সম্পৃক্তকরণ।


  • বন বিভাগে নিয়োজিত অন্যান্য বন কর্মীদের বিশেষ বিষয়ে দক্ষতা বিষয়ক ও কারিগরি মান বৃদ্ধি করা।


  • জাতীয় শুদ্ধাচার , স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান।


  • অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক,  বোটানিক্যাল গার্ডেন, ইকোপার্ক, সাফারী পার্ক, গেইম রিজার্ভ প্রভৃতি সহ সকল রক্ষিত এলাকার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান।


  •  বন নীতি অনুয়ায়ী দেশের ২৫ ভাগ ভূমি বনায়নের আওতায় আনার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের নার্সারী উন্নয়ন, মান সম্পন্ন চারা উৎপাদন, রোপণ কৌশল, রোগ বালাই দমন এবং উপযুক্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিষয়ে বনায়নের আধুনিক ধারণা প্রদান।